About Course
কেন আমি ‘All in One Digital Marketing’ কোর্সটি তৈরি করেছি?
বর্তমান যুগ ডিজিটাল যুগ। যেকোনো কিছু অনলাইনে প্রচার এবং সেল বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নাই। বর্তমান বিশ্বে প্রায় ৫ বিলিয়নের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।
আর বাংলাদেশের প্রায় ৭ কোটিরও বেশী মানুষ সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড এবং এই সংখ্যাগুলো আগামী ৫-১০ বছরে দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে। সুতরাং বুঝতেই পারছেন আপনার বিজনেস অনলাইনে হোক কিংবা অফলাইনে, অথবা আপনি যদি মার্কেটিং এক্সপার্ট হিসাবে লোকালি কিংবা গ্লোবালি সার্ভিস দিতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নাই। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে যারা ডিজিটাল মার্কেটিং শিখায় তাদের মাক্সিমামই সরাসরি কাজে যুক্ত না।
তাদের নিজেদেরই নাই কোন সাকসেসফুল বিজনেস! কোর্স বিক্রি করাই থাকে তাদের একমাত্র উদ্দেশ্য। যেখানে ডিজিটাল মার্কেটিং এর সব কিছু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেখানে ৫,৬বছর আগের পুরানো টেকনিক এখনো শিখানো হচ্ছে।
আসলে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতার অভাবে So Called গুরুরা মুখস্ত কিছু জিনিসই বছরের পর বছর শিখিয়ে আসছে, আর স্টুডেন্টদেরকে অন্ধকার পথে ঠেলে দিচ্ছে।
আমি নিজে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, তারই সাথে একাধারে, Zero To Hero Institute Ask এবং Zero To Hero Institute এর প্রতিষ্ঠাতা। ইউটিউবে ১০০০০+ মানুষ প্রতিদিন আমার ভিডিও দেখে নতুন কিছু শিখছে। Zero To Hero Institute & Skill Share প্লাটফর্মে আমি একজন বেস্টসেলিং ইন্সট্রাক্টর। এছাড়াও আমার ইন্টারন্যাশনালি বেশ কিছু সাকসেসফুল অ্যাফিলিয়েট সাইট আছে এবং সিক্স ফিগারের বিজনেস করছি বেশ কয়েক বছর ধরে। আমি ৭ বছরেরও বেশি সময় ধরে এই ডিজিটাল স্পেসে সফলতার সাথে কাজ করে আসছি, আর আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল নলেজ থেকেই এই ডিজিটাল মার্কেটিং কোর্সের ম্যাটেরিয়াল তৈরি করেছি।বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং হল অনলাইন থেকে ইনকাম করার অন্যতম জনপ্রিয় মাধ্যম। নিজের কোন বিজনেসকে সাকসেসফুল করতেও এই ডিজিটাল মার্কেটিং আমাদের জানা লাগবে।আর আপনি যদি লোকালি জব করতে চান তাহলেও এই কাজের আছে বর্তমানে প্রচুর চাকরির সুযোগ।
তাই সবকিছু বিবেচনা করে আমি বাংলায় কমপ্লিট এই ডিজিটাল মার্কেটিং কোর্সে মার্কেটিং এর সব কিছু স্টেপ-বাই-স্টেপ কভার করেছি। কোর্সে সাকসেসফুল বিজনেস আইডিয়া বা প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে, গ্রাফিক্স ডিজাইনের বেসিক, ওয়েবসাইট সেটআপ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিশন এনালাইসিস, আর্টিকেল রাইটিং, ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), ফেইসবুক মার্কেটিং(Free & Paid Re – Target Marketing),
মেসেঞ্জার বট সেটআপ, YouTube ভিডিও মার্কেটিং, ইন্সটাগ্রাম মার্কেটিং, Quora , LinkedIn ছাড়াও পপুলার সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং Automation এর ব্যাপারে In-Depth শিখানো হয়েছে।
শুধু তাই না, কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম স্টার্ট করা যায়, কীভাবে কুপন বিজনেস শুরু করা যায়, এমনকি কীভাবে যেকোনো বিজনেসকে সঠিক মার্কেটিং এর মাধ্যমে সাকসেসফুল করা যায় সেইসব ব্যাপারে ডিটেল গাইডলাইন থাকবে এই কোর্সে। এছাড়া কোর্সের বিভিন্ন সেকশনে সিক্রেট অনেক টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করা হয়েছে। এমনকি আপনাদের কাজের সুবিধার জন্য ১০০০ ডলার মূল্যের পেইড রিসোর্সও শেয়ার করা হয়েছে এই কোর্সের সাথে।
যা ব্যাবহারের মাধ্যমে আপনি অন্য সবার থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবেন শতগুণে!আর আমি যেহেতু এই কাজে সরাসরি যুক্ত, তাই মার্কেটিং ইন্ডাস্ট্রিটিতে বড় কোন পরিবর্তন আসলে বা নতুন কিছু আসলে সেইসব আপডেট আমি কোর্সে আপনাদের জন্য সব সময় ফ্রিতেই অ্যাড করে দিব। এইরকম বিশাল এবং আডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলাদেশে এই প্রথম। কোন রকম পূর্ব অভিজ্ঞতা না থাকলেও শুধুমাত্র এই একটা কোর্স আপনি ভালোভাবে কমপ্লিট করার মাধ্যমে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে পারবেন ইনশাআল্লাহ্। তাই কোর্সটি এনরোল করে, আপনার লাইফের বেস্ট ইনভেস্টমেন্টটি আজই করে ফেলুন।
Course Content
কোর্স এর ক্লাস রুটিন। The course routine of the Class.
-
Draft Lesson
00:00